চরফ্যাশন প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় চরফ্যাশনেও করোনাভাইরাস প্রতিনোধে সর্বোচ্চ সতর্কতামূল ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মানুষকে সচেতন করার জন্য উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে, মসজিদ-মন্দিরে লিফলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে বলে জানানো হয়েছে। নিবাহী কর্মকর্তা দিন রাত করোনা সচেতনমূলক কার্যকলাপে ৪টি থানায় পৃথক পৃথক সভা করেছেন বলে সোমবার বিকাল সাড়ে ৩টায় এই প্রতিবেদককে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক বলেন, চরফ্যাশনের অবস্থা এখনো ভালো রয়েছে। তবে ঠান্ডা জ্বরে আক্রান্ত বিদেশ ফেরত ১৪ জন ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এদের পাঁচ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বাকিদের সাধারণ সেবা দেওয়া হচ্ছে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, বিদেশ ফেরত যেসব ব্যক্তিরা চরফ্যাশনে আছেন তাদেরকে নিজ উদ্দ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। যারা এই নির্দেশ অমান্য করবে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে।
এদিকে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, একান্ত প্রয়োজন ব্যতিত চরফ্যাশনবাসীকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে, জনসমাবেশ, যেকোনো অনুষ্ঠান, হাত মেলানো, কোলাকোলি করা থেকে বিরত থাকতে বল হয়েছে।
এমনকি সাপ্তাহিক হাটবাজার গুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়ার কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। বিদেশ ফেরত কোনো ব্যক্তির খবর পাওয়া মাত্রই নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে।