• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে ইয়াবা-গাঁজাসহ আটক ২

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ১৯:২৫ অপরাহ্ণ
চরফ্যাশনে ইয়াবা-গাঁজাসহ আটক ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার চরফ্যাশনের শশীভূষণে যৌথ অভিযানে ১৫ হাজার ৯৫টি ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।

এ সময় আরও জব্দ করা হয়েছে দুটি মোবাইলফোন, একটি মোটরসাইকেল ও ৪৫ হাজার ১০০ টাকা।

আটকরা হলেন- এওয়াজপুর ৪ নম্বর ওয়াডের মোহাম্মদ আলী মাঝির ছেলে মো. লিটন মাঝি (৩৭) ও একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে মো. সিদ্দিক মোল্লা (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলা কন্টিনজেন্ট’র (লালমোহন ক্যাম্পে) দায়িত্বে থাকা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুকের নেতৃত্বে নৌবাহিনীর সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আসামিদের আটক, ইয়াবা ও গাঁজাসহ নগদ টাকা এবং মালামাল জব্দ করে।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটকরা চিহ্নিত মাদকবিক্রেতা।

আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ হাজার ৯৫টি ইয়াবা, এক কেজি গাঁজা, ২টি মোবাইল সেট, ১ টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

আটকদের নামে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে।