চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা মোঃ শাহে আলম মিয়া (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ জুন) রাত ১১ টায় ভারতের এ্যাপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শাহে আলম মিয়া স্ত্রী, পাঁচ ছেলে সন্তান ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার দুই সস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী। অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়ে বলেছেন, দেশে তার বাবার মরদেহ আসার পর নিজ গ্রামে জানাজা হবে। জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।