• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে অনুষ্ঠানে বক্তরা মাছ চাষের মাধ্যমে সকলকে উৎসাহিত করতে হবে

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৭, ২০২০, ২২:২৬ অপরাহ্ণ
চরফ্যাশনে অনুষ্ঠানে বক্তরা মাছ চাষের মাধ্যমে সকলকে উৎসাহিত করতে হবে

আমির হোসেন চরফ্যাশন॥

স্বাস্থ্যবিধি মেনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় কচ্ছপিয়া খালে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

 

এই সময় বক্তরা বলেন, মাছ চাষের মাধ্যমে সকলকে উৎসাহিত করতে হবে। মাছ আমাদের অমুল্য সম্পদ এ মাছ চাষের উন্নয়তির ফলে আমাদের দেশ আজ অর্থনৈতিক সাফল্য হয়েছে। সকলকে মাছ চাষের জন্যে উদাত্ত আহবান জানান।

 

সোমবার সকাল ১০টায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন,

 

অন্যান্যদের মধ্যে এফডিএর প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, চরমানিকা ইউনিয়ন চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, সংস্থার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান সহ প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।