চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার নবগঠিত আহম্মপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ইমন(২০) (বালির নৌকায় কর্মরত) গাজীপুর কাশিপুর এলাকা থেকে ৩দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুর সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ইমনের স্বজন আবদুল মতিন মাঝি বলেন, শনিবার ভোর রাতে নদী প্রবাহিত খালে গাজীপুরের কড্ডার এলাকার কাশিপুর নামক স্থানে দিয়ে বালির নৌকা নিয়ে যাচ্ছিল। প্রবল বর্ষনে পানির বৃদ্ধি পাওয়া বিদ্যুতের তার গুলো পার হতে হলে মাথা নূয়ে নূয়ে যেতে হয়। কাক ডাকা ভোরে তার না দেখা যাওয়ায় ইমনের মাথা একটি বিদ্যুতের তার শর্ট লেগে পানিতে লুটিয়ে পড়ে। তাকে খোঁজ করে পাওয়া যায়নি। ৩দিন পর রবিবার সন্ধ্যায় কাশিপুর নামক স্থান থেকে তার লাশ ভেসে উঠে।
লাশ উদ্ধার করে লঞ্চে চরফ্যাশনের গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। সোমবার আছর বাদ সাংবাদিক আমির হোসেনের গ্রামের বাড়ীর দরজার জামে মসজিদের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। ইমন একই বাড়ীর মৃত আবদুর রশিদ মাঝির ছেলে।