• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চন্দ্রমোহনে জেলেদের উপর সন্ত্রাসী হামলা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ২০:৫৫ অপরাহ্ণ
চন্দ্রমোহনে জেলেদের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জেলেদের মাছ ধরা’কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে। হামলায় গুরুতর আহত হওয়া রুবেল শিকদার’কে স্থানীয়দের সহোযগিতায় উদ্বার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় আনিস শিকদারের ছেলে ও হামলার শিকার হওয়া রুবেল শিকদারের পক্ষ থেকে চাচাতো ভাই মিরাজ মুন্সি জানান- গত ১৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে মাছ ধরাকে কেন্দ্র করে আমাদের সাথে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির জেলেদের সাথে বিরোধ হয়। যার কারনে ঘটনাটি নিয়ে পর দিন (১৬ই ফেব্রুয়ারি শুক্রবার) রাতে সালিশ হওয়ার কথা ছিলো।

তবে, সালিশিতে যাবার পথে স্থানীয় আলম হাওলাদারে ছেলে আল-আমিন, সাইফুল হাওলাদার, রাব্বি হাওলাদার, ও নজরুল হাওলাদার, ফারুক হাওলাদারের ছেলে আবু বকর, আবুল মৃর্ধা’র ছেলে রাব্বি মৃর্ধা সহ বেশ কয়েকজন সন্ত্রাসী আমাদের গতি রোধ করে লাঠিসোট, ধারালো অস্ত্র, ও রড দিয়ে রুবেল শিকদার, কালাম শিকদারের ছেলে জিহাদ শিকদার, দেলোয়ার শিকদারের ছেলে বাহারুল শিকদার, ইউসুফ শিকদারের ছেলে মন্নান শিকদার ও নান্নু শিকদারের উপর হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত রুবেল শিকদারকে স্থানীয়দের সহোযগিতায় উদ্বার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের’কে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাগেছে। এদিকে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন আহতের স্বজন।