কলাপাড়া প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় আগাম সাড়াদান প্রোটোকলের ব্যবহার এবং মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগ বিষয়ক মহড়া।
বৃহস্পতিবার (২০ জুন ২০২৫) সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি বাস্তবমুখী প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রম হিসেবে সম্পন্ন হয়। এতে দুর্যোগপূর্ব সতর্কতা, নিরাপদ স্থানান্তর, জরুরি সাড়া এবং আশ্রয় ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে বিস্তারিত অনুশীলন পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমাদুল হক, অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আছাদ উজ্জামান খান, সহকারী পরিচালক, সিপিপি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও কার্যক্রম সঞ্চালনা করেন জনাব কল্লোল বিশ্বাস এবং ইভান মাতুব্বর। এছাড়া সিপিপি স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্যদের নিয়ে সরাসরি বাস্তব অনুশীলন পরিচালনা করা হয়।
এই উদ্যোগটি বাস্তবায়ন করছে কর্ডএইড-এর STEP (Strengthening Forecast-based Early Actions in Cyclone Prone Coastal Regions in Bangladesh) প্রকল্প।
ECHO (European Civil Protection and Humanitarian Aid Operations) এর আর্থিক সহযোগিতায় এবং সিপিপি কলাপাড়া ইউনিটের সহযোগিতায় কার্যক্রমটি সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ ঝুঁকিহ্রাসে আগাম পদক্ষেপ ও প্রস্তুতির বিকল্প নেই। এই ধরনের মহড়া জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।