• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঘুষ গ্রহনের সময় বরিশালে সেটেলমেন্ট অফিসের পেষকার দুদকের হাতে আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৭, ১৩:০৬ অপরাহ্ণ
ঘুষ গ্রহনের সময় বরিশালে সেটেলমেন্ট অফিসের পেষকার দুদকের হাতে আটক

১০ হাজার টাকা ঘুষ গ্রহনের সময় বরিশালের সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ের পেশকার (কম্পোজিটর) কে আটক করেছে দুদক। আটককৃত আবু বক্কর সিদ্দিকী (৪৬)  মাদারীপুর জেলার শিবচর থানাধীন পূর্ব সন্ন্যাসীরচর এলাকার মৃত আঃ কাদের মাষ্টারের ছেলে। তাকে আটকের পর আজ দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  পাশাপাশি এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মোঃ আল আমীন বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। মামলা সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার মোঃ আব্দুল মন্নান খান বরিশাল সদরের রুপাতলী মৌজার পৌনে ৮ শতাংশ জমির নামপত্তনের জন্য ৩১ ধারায় শুনানি করান। শুনানির রায়ের কপি পাওয়ার জন্য আটককৃত আবু বক্কর সিদ্দিকীর কাছে গেলে তিনি ১লাখ টাকার ঘুষ দাবী করেন। এরপর ১০ হাজার টাকায় তা পাইয়ে দেয়ার বিষয়ে রফাদফা হয়। এরপর ১৩ ডিসেম্বর মোঃ আব্দুল মন্নান খান দুর্নীতি দমন কমিশনের এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  ঘুষসহ হাতেনাতে ধরিয়ে দেয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের  বিভাগীয় কার্যালয়ের পরিচলক মোঃ আবু সাঈদ এর তত্ত্বাবধায়নে উপ-পরিচালক মোঃ মতিউর রহমানকে দলনেতা করে সাত সদস্যের একটি ফাঁদ দল তৈরি করা হয়।  যারা আজ সকাল সোয়া ৯ টায বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডস্থ সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে ঘুষের দেয়া ১ হাজার টাকার ১০ টি নোট (১০ হাজার টাকা)সহ  পেশকার (কম্পোজিটর)আবু বক্কর সিদ্দিকীকে আটক করে।