• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঘাতক মাহেন্দ্র কেড়ে নিল শিশুর প্রাণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০, ২১:৪৬ অপরাহ্ণ
ঘাতক মাহেন্দ্র কেড়ে নিল শিশুর প্রাণ

বিডি ক্রাইম ডেস্ক ॥ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটি ভর্তি মাহেন্দ্র চাপায় সিনহাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের দক্ষিণ মেলেং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহাত ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে সিনহাত পায়ে হেঁটে চাচার বাড়িতে যাচ্ছিল। এ সময় মাটি ভর্তি একটি মাহেন্দ্র সিনহাতকে চাপা দেয়।

 

এতে তার মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় চালক পালিয়ে যায়।

 

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।