পিরোজপুরের স্বরূপকাঠিতে গলায় ফাঁস লাগিয়ে মো. সাব্বির মাহামুদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামে।গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সাব্বির। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ পিরোজপুর মর্গে প্রেরণ করে।আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।জানা গেছে, উপজেলার মাহামুদকাঠি গ্রামের আ. ছালেকের ছেলে সাব্বির গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় ঘরের লোকজন স্থানীয় মাহামুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যাওয়ায় ঘরে সাব্বির ব্যতীত আর কেউ ছিল না। এক পর্যায়ে সাব্বিরের ঘরে মোবাইলের রিংটোন শুনে তার চাচি ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ সেখান থেকে সাব্বিরের মরদেহ থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় নেছারাবাদ থানায় অপমৃত্যু মামলা শেষে আজ শুক্রবার সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।