• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৬:৪৭ অপরাহ্ণ
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: গ্যাসের অযৌক্তিক মূল্য ‍বৃদ্ধির পায়াতারা বন্ধ ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২ ‍জুলাই) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব হারুণ অর রশিদ মাহামুদ, সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থানে থাকার পরেও আরেক দফা মূল্যবৃদ্ধির ঘোষনা অযৌক্তিক। কতিপয় লুটেরা ব্যবসায়ীর মুনাফার স্বার্থে জনগণের পকেট কেটে গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যাবে না।

সমাবেশ থেকে আগামী ৭ জুলাই বাম গনতান্ত্রিক জোটের হরতালে জনগনকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করার আহবান জানানো হয়।