• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএনপির বিক্ষোভ

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৫:২৯ অপরাহ্ণ
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০ টায় নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বিএনপি’র বরিশাল উত্তর ও দক্ষিন জেলা শাখা।

দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপিত মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ। এসম বক্তারা বলেন, জনগনের ভোটে যে সরকার নির্বাচিত হয় না, তাদের জনগনের কথা চিন্তা করে কি লাভ।

আর জনগনের কথা চিন্তা করে না বলেই আজ দেশে বার বার গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। জনগনের ভোগান্তি লাঘবে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহবান জানান বক্তারা।