গৌরনদী প্রতিনিধিঃ
গৌরনদী মডেল থানাকে একটি পরিচ্ছন্ন মডেল থানা হিসেবে গড়ে তুলতে শুরু হলো এক বিশেষ উদ্যোগ। আজ সোমবার গৌরনদী থানার পুলিশ সদস্যরা বিডি ক্লিনের সদস্যদের সাথে মিলিত হয়ে থানার পরিবেশ পরিষ্কার করার জন্য একটি পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালান।
এটি ছিল এক প্রতীকী উদ্যোগ, যার মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হয়েছে পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে। দেশের পুলিশ বাহিনী শুধুমাত্র আইনের রক্ষক নয়, তারা দেশের পরিবেশের সুরক্ষিত রাখারও একটি শক্তিশালী ভূমিকা পালন করছে।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিতি ছিলেন, পুলিশ সুপার, বরিশাল (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি, গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ ইউনুস মিয়া।
পরিচ্ছন্নতা অভিযানে তরুণ ও যুব সমাজকে অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। এসময় পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মকাণ্ড নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অভিযানে পুলিশ সদস্যরা গৌরনদী মডেল থানার আশপাশের এলাকা পরিষ্কার করেন, ময়লা আবর্জনা সরিয়ে ফেলে পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলেন।
অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, “আমাদের দেশ আমাদের দায়িত্ব। আমাদের সকলের উচিত দেশের মাটি ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। আসুন, সবাই মিলে গড়ে তুলি এক সুন্দর ও পরিষ্কার বাংলাদেশ। এ ধরনের উদ্যোগ সমাজের মধ্যে একটি বড় প্রভাব ফেলবে, যা একদিকে পরিবেশ রক্ষায় সহায়ক হবে, অন্যদিকে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান বলেন, “পরিচ্ছন্নতার কাজ একদিনে শেষ হবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এটি একটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।”
পুলিশ ও বিডি ক্লিন যোদ্ধারা একত্রিত হয়ে এই অভিযানে কাজ করেছেন, এবং তারা আগামী দিনে আরও বৃহত্তর উদ্যোগের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তাঁদের লক্ষ্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া। অতিথিরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,সকলে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখ্বেন এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে। যথাস্থানে ময়লা ফেলবেন। এই ছোট ছোট উদ্যোগগুলোই, একসময় বড় পরিবর্তনে পরিণত হবে।