নিজস্ব প্রতিবেদক: গৌরনদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি: আব্দুস সোবাহানের সভাপতিত্বে গৌরনদীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাদ তোতা, আঃ মন্নান খান, মনজুর হোসেন মিলন, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব ও যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, সরিকল ইউপির সভাপতি আনোয়ার হোসেন সুজন, সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন আকন ও যুগ্ম সম্পাদক মশিউর রহমান লিটন, চাঁদশী ইউপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বার্থী ইউপির সভাপতি কালাম খান ও সাধারণ সম্পাদক বারেক সরদার, নলচিড়ার সভাপতি সিরাজ খান, বাটাজোর ইউপির সভাপতি আকতার হোসেন বাবুল, খাঞ্জাপুর ইউপির সহ-সভাপতি লুৎফর রহমান মোল্লাসহ প্রমুখ নেতৃবৃন্দ।