• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ২২:৫৬ অপরাহ্ণ
গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী গ্রেপ্তার

গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট অভিযানে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নাঠে গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় মেরী ওই বাড়িতেই অবস্থান করছিলেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, নাঠে গ্রামের বিএনপি নেতা সৈয়দ নিয়াজুল হক নাদিমের ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মেরী এজাহারভুক্ত আসামি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গৌরনদীর বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী বাড়িঘর ছেড়ে আত্মগোপনে থাকলেও মনিরুন নাহার মেরী নিজ বাড়িতেই ছিলেন।