• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ২০:২৮ অপরাহ্ণ
গৌরনদীতে জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে

“জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে। গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারিনারী হাসপাতালের আয়োজনে রোববার সকালে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করা হয়।

শেষে হাসপাতালের হলরুমে উপজেলা ভেটারিনারী সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসহ অন্যান্যরা। শেষে দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।