• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে এনজিওর ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ১৮:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদীতে এনজিওর ঋণের চাপে খোকন বেপারী (৪৫) নামের এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত খোকন বেপারী কালকিনি উপজেলার ডাসার থানাধীণ দক্ষিণ ভাউতলী গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের সহোদর ছোট ভাই রোকন বেপারী বলেন, আমার বড় ভাই খোকন বেপারী গত ৩০ বছর ধরে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে চায়ের ব্যবসা করে আসছিলেন। ভাই ৪/৫টি এনজিওর কাছ থেকে অতিরিক্ত সুদে ঋণ নেন। এতে খোকন ৫/৬ লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েন। ফলে এনজিওর সুদাসল টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর প্রতিনিধি ও সুদী কারবারিরা ভাইকে চাপ দিচ্ছিলেন। এ কারণে শুক্রবার রাতে ভাই দোকানের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গৌরনদী থানার এসআই আবুল বাশার জানান, এনজিওর ঋণের ও সুদী কারবারিদের সুদের টাকার চাপে খোকন বেপারী আত্মহত্যা করেছেন। রাত সাড়ে ১১টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই রোকন বেপারী বাদী হয়ে রাতেই থানায় একটি ইউডি মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য খোকনের মৃতদেহ গতকাল শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।