• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৃহবধূর হাসপাতালে মৃত সংবাদেই বাসুর,স্বামীসহ সকলেই লাপাত্তা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ১৭:০৫ অপরাহ্ণ
গৃহবধূর হাসপাতালে মৃত সংবাদেই বাসুর,স্বামীসহ সকলেই লাপাত্তা

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন প্রতিনিধি চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ৩নং ওয়ার্ডে বাসুরের গালমন্দ সহয্য করতে না পেরে বিষ পান আত্মহত্যা করেছে। হাসপাতাল নেয়া হলে মৃত্যুর খবরে বাসুর,স্বামীসহ সকলে লাপাত্তা হয়ে গেছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় আবদুল্লাপুর ৩নং ওয়ার্ডের মনির হোসেনের ন্ত্রী ইয়াছমিন বেগম(৩০)বাসুরের গালমন্দ সহয্য করতে না পেরে বিষ পান করেন।

তাৎক্ষণিক তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে সিকিৎসক মৃত ঘোষণা করলেই বাসুর,স্বামীসহ শশুরবাড়ীর সকলে পালিয়ে যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে ভোলা মর্গে পাঠিয়েছেন। চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।