বিডি ক্রাইম ডেস্ক ॥
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক সাত্তারের (২৮) বাড়ি বরিশাল। সে জৈনাবাজার এলাকায় বাসা ভাড়া থেকে ভ্যান চালানোর পাশাপাশি চায়ের দোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে জামালের নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির চারা ভ্যানে উঠাচ্ছিলেন সাত্তার। এ সময় ঢাকা থেকে রড নিয়ে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাত্তারের মৃত্যু হয় এবং অপরজন আহত হয়।
মাওনা হাইওয়ে থানার (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।