বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঋতুর পরিক্রমায় এখন চলছে শীতকাল। মাঘের শেষে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত। এরইমাঝে সজীব-সতেজ হয়ে প্রকৃতিতে ফুটে আছে বাহারি গাঁদা ফুল। যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আঙিনাতেও এই দৃশ্যের দেখা মেলে। গাঁদা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যেন রূপের আগুন লাগিয়েছে। বিভিন্ন আকার ও রংয়ের এই ফুলগুলো দেখলেই যেন মন গেয়ে ওঠে ‘হলুদ গাঁদার ফুল, এনে দে নইলে বাঁধবো না বাঁধবো না চুল’।
কুয়াশার চাঁদরে মুড়িয়ে আসা সকালের শিশিরের সাথে পাল্লা দেয় গাঁদা ফুলের সৌরভ। গাঁদা ফুলের সমাহার ও স্নিগ্ধতা ববি ক্যাম্পাসকে করেছে মনোমুগ্ধকর। একদিকে মাঘের সন্ন্যাসীর রিক্ততা, অন্যদিকে বাহারি রংয়ের গাঁদার হাসি বিমোহিত করে মনকে। সকালে ক্লাসে যেতে যেতে শিশিরভেজা গাঁদার পাপড়িগুলো দেখে চোখ জুড়ায়।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের বাম পাশে পুকুরের সামনে দেখা যাবে রং-বেরঙের নানা ফুল। আরেকটু সামনে এগোতেই ছয় দফা বেদি ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন সব ফুলের বাগান। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে এই ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাঁদা, রক্ত গাঁদাসহ নানা রকমের ফুল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ,ফ্লাগ স্ট্যান্ডের পাশে, ছয়দফা বেদীর চারপাশ গাঁদা ফুলে ভরে উঠেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেরে বাংলা ও বঙ্গবন্ধু হলে গাঁদা ফুলের সৌরভ মাতিয়ে রেখেছে ক্যাম্পাস৷ এখানে হাঁটলে যেমন চোখ জুড়ায়, তেমন প্রাণ জুড়ায় সুবাসে। তাই ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিদিন দর্শনার্থীরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে ক্যাম্পাসে আসা তাদের কেউ ছবি তুলেন, কেউবা নীরবে প্রকৃতির সৌন্দর্য্যের স্বাদ আস্বাদন করে ফিরে যান। বিশেষ করে বিকালের দিকে কিংবা গোধুলী লগ্নে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ বনায়ন হিসাবে গড়ে তুলতে ও শিক্ষার্থীদের স্বপ্নের বিদ্যাপীঠ হিসাবে গড়ে তুলতে চাই। ক্যাম্পাসজুড়ে বাহারি ফুলের ছোয়ায় শিক্ষার্থীদের মেধা, মনন চিন্তা শক্তি যেন বৃদ্ধি পায় সেই কর্মপ্রয়াস বিদ্যমান ৷
বদরুজ্জামান ভূইয়া, ভিসি, বরিশাল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সিমু বলেন, কুয়াশার চাঁদরে মুড়িয়ে আসা সকালের শিশিরের সাথে পাল্লা দেয় গাঁদা ফুলের সৌরভ। গাঁদা ফুলের সমাহার ও স্নিগ্ধতা ববি ক্যাম্পাসকে করেছে মনোমুগ্ধকর। একদিকে মাঘের সন্ন্যাসীর রিক্ততা, অন্যদিকে বাহারি রংয়ের গাঁদার হাসি বিমোহিত করে মনকে। সকালে ক্লাসে যেতে যেতে শিশিরভেজা গাঁদার পাপড়িগুলো দেখে চোখ জুড়ায়। আর অরুনরাঙা মিষ্টি রোদে তা হয়ে ওঠে আরো ঝলমলে, প্রাণবন্ত। এই সৌন্দর্য শীতের এক অন্যরকম আমেজ।
সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন ফুল গাছ দিয়ে সুশোভিত করার প্রক্রিয়াটি রুচিশীলতার পরিচয় বহন করে, ফুলগাছগুলি লাগিয়ে কর্তৃপক্ষ ক্যাম্পাসে নতুন প্রাণ সঞ্চার করেছে।
ক্যাম্পাসের সৌন্দর্যকে বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বদরুজ্জামান ভূইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ বনায়ন হিসাবে গড়ে তুলতে ও শিক্ষার্থীদের স্বপ্নের বিদ্যাপীঠ হিসাবে গড়ে তুলতে চাই। ক্যাম্পাসজুড়ে বাহারি ফুলের ছোয়ায় শিক্ষার্থীদের মেধা, মনন চিন্তা শক্তি যেন বৃদ্ধি পায় সেই কর্মপ্রয়াস বিদ্যমান ৷