• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

বিডিক্রাইম
প্রকাশিত মে ৫, ২০২৪, ১৯:৫৪ অপরাহ্ণ
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে গলায় ফাঁস দিয়ে রাশেদা বেগম(৪৫) নামের ২ সন্তানের জননী এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৪ মে) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্বামীর গৃহে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের মো. সেলিমের স্ত্রী। নিহত গৃহবধূর স্বামীর দাবী স্ত্রী রাশেদা কয়েক বছর যাবত নানান রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, গৃহবধূর স্বামী ঢাকায় কর্মস্থলে ছিলেন। তিনি ৮ বছর বয়সী শিশু সন্তান সোহেবকে নিয়ে একাই বাড়িতে থাকতেন। অভাব অনটনের সংসারে তিনি কয়েক বছর যাবত নানান রোগে আক্রান্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

সকালে তিনি একাই ঘরে ছিলেন। শিশু সোহেব বাহিরে খেলাধুলা করছিলো।খেলা শেষে শিশু সন্তান হঠাৎ ঘরে এসে মাকে বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে ও পুলিশকে খবর দেন । চরফ্যাসন থানা পুলিশ তার বসত ঘরের আড়ার থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। চরফ্যাসন থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।