• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গলাচিপায় ৫০ শয্যা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৮:৩৫ অপরাহ্ণ
গলাচিপায় ৫০ শয্যা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর গলাচিপায় ৫০ শয্যা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জরুরী চিকিৎসা সহ সকল প্রকার স্বাস্থ্য সুবিধা ও হাসপাতালে নানা সেবা ইউনিট চালু করনে গলাচিপা উপজেলা সদর হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে সার্বিক উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সদস্য সচিব হিসেবে নানা বিষয় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কাজী আব্দুল মমিন।

এছাড়া সভায় হাসপাতালের নানা সেবা সমূহ, আভ্যন্তরীণ অবকাঠামো কক্ষ, পুরাতন হাসপাতালের সংস্কার, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন সহ কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইন চালু এবং হাসপাতালে সীমানা প্রাচীর উন্নয়ন বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন শানু ঢালী, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন, ডা: তরিকুল ইসলাম।