• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপা উপজেলা বাসীকে চেয়ারম্যান সাহিন শাহ্ধসঢ়; এর ঈদ শুভেচ্ছা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১৭:১৪ অপরাহ্ণ
গলাচিপা উপজেলা বাসীকে চেয়ারম্যান সাহিন শাহ্ধসঢ়; এর ঈদ  শুভেচ্ছা

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন শাহ্ধসঢ়;। এক শুভেচ্ছা বাণীতে মু. সাহিন শাহ বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণি-পেশার মানুষকে। সৌহার্দ্য- সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালোবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মূল মন্ত্র।

ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র মানুষের পাশে আছেন।

তাদের জন্য ঈদের আগেই বিভিন্ন উপহার সামগ্রীর ব্যবস্থা করেছেন। যাতে গরীব মানুষেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এজন্য আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। পাশাপাশি আমি গলাচিপা উপজেলা বাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি- ঈদ মোবারক।