• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গলাচিপায় শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৬, ২০২২, ২০:০৭ অপরাহ্ণ
গলাচিপায় শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন এর আওতায় শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

কোনো শিশুই ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে না বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন।

তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে যেন একটি শিশুও বাদ না যায় সেজন্য উপজেলার স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার ১৬ জুন সকাল ৮টা থেকে শুরু করে উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে এ টিকা খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ডা. শাহরিয়ার, ডা. মেজবাহউদ্দিন, ডা. মো. মনির, স্যানিটারী অফিসার শুভঙ্কর দাস প্রমুখ।