গলাচিপা প্রতিনিধি ॥
গলাচিপায় পানিতে ডুবে নুরুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পৌরএলাকার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায়। পরিবার সূত্রজানায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পিছনের ডোবায় পরে যায়।
বাড়ির লোকজন নুরুলকে দেখতে না পেয়ে খোজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখতে পায়।
নুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। নুরুল পৌরএলাকার ব্যবসায়ী কবির বিশ^াসের ছেলে। নুরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।