• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপার ডাকুয়ায় সহকারী পুলিশ সুপার ও চেয়ারম্যানের পূজা মন্ডপ পরিদর্শন

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৩, ২০:২৬ অপরাহ্ণ
গলাচিপার ডাকুয়ায় সহকারী পুলিশ সুপার ও চেয়ারম্যানের পূজা মন্ডপ পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫টি পূজা মন্ডপ পরিদর্শন করছেন গলাচিপা-দশমিনার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোরশেদ তোহা ও ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ^জিত রায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড় ডাকুয়া সাহাবাড়ি দুর্গা মন্ডপ, আনন্দময়ী কালিবাড়ী দুর্গা মন্ডপ, পশ্চিম আটখালী শ্রী শ্রীদুর্গা মন্ডপ, পশ্চিম পাড় ডাকুয়া নাথ বাড়ির দুর্গা মন্ডপ, হোগলবুনিয়া মায়ের বাড়ি দুর্গা মন্ডপ পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোরশেদ তোহা বলেন, পুলিশের পাশাপাশি আপনারাও মন্ডপের দায়িত্বে থাকবেন। আপনাদের কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশকে জানাবেন। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা ঠিকমত চলছে কিনা সেটি খেয়াল রাখবেন। প্রতিটি মন্দিরের পরিবেশ সুশৃঙ্খল থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ^জিত রায় বলেন, ডাকুয়া ইউনিয়নের ৫টি পূজা মন্ডপে সরকারিভাবে বরাদ্দ পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপনারা আসন্ন জাতীয় নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জহির সরদার, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মহিউদ্দিন মিয়া, সত্যজিত রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোপাল দাস, ডাকুয়া ভাবানী কালিখোলা মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক ডাক্তার দিলীপ শীল প্রমুখ।