• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩, ২১:১৪ অপরাহ্ণ
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ জেলার গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো. রফিকুল ইসলাম দুলাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার আমখোলার আকন বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম দুলাল উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর আগস্তি গ্রামের আব্দুর রব সিকদারের ছেলে। তিনি ঢাকাতে সাব-কন্ট্রাকটারের কাজ করেন।

জানা গেছে, দুলাল শুক্রবার সকালে গলাচিপার হরিদেবপুর থেকে মোটরসাইকেল চালিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন। আমখোলার আকন বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালী থেকে আসা আল্লাহর দান নামের একটি বাসের নিচে ঢুকে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোনিত কুমার গায়েন, ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া চলছে।