• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ২০:৪৫ অপরাহ্ণ
গলাচিপায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

গলাচিপা প্রতিনিধি

গলাচিপা-শাখারিয়া সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মোড়ে আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিকুল তুহিন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে। তিনি গলাচিপা উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, পটুয়াখালীর উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন তুহিন। পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাক চালক ইমরান মিয়ার (৩০) নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।