• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ১৮:০৫ অপরাহ্ণ
গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ গলাচিপায় আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, এ গ্যাসের মাধ্যমে তিন পরিবারারের ১৫ জনের ভাত রান্না ও শতাধিক মেহমানের চায়ের ব্যবস্থা করা হচ্ছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে ৬০ হাজার টাকা খরচ করে একটি টিউবওয়েল বসিয়েছি। গত তিন দিন ধরে টিউবওয়েলের পাইপ ও পাইপের গোড়া থেকে বুদ বুদ শব্দ হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে কৌশলে ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মাহাবুব জানান, ওই বাড়িতে গিয়েছিলাম। দেখতে পেয়েছি গ্যাস দিয়ে তারা ভাত রান্না করছে।

টিউবওয়েলের মিস্ত্রি হারুন ঢালী জানান, এটা স্থায়ী না, কয়েক দিন এ রকম থাকতে পারে।

গলাচিপা মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সাদিকুর রহমান জানান, কম-বেশি গ্যাস থাকতে পারে তবে এ ধরনের গ্যাস দিয়ে রান্না করা খুবই বিপদজনক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থালে যাচ্ছি বিষয়টি দেখে অবহিত করা হবে।