বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী পাচারকারী তাপসী রানীকে (৪৫) আটক করেছে বন বিভাগ। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পটুয়াখালী-গলাচিপা সড়কের সুহরি ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাকে আটক করা হয়।