• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে বিভিন্ন মহলের সংবর্ধনা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৩, ১৯:৪৮ অপরাহ্ণ
গলাচিপায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-কে বিভিন্ন মহলের সংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপা ॥ পটুয়াখালী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন পুনরায় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল পুনরায় জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।

এতে বিভিন্ন মহলের সর্ব সাধারণ অংশগ্রহণ করেন। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা দেওয়া হয়।চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুলের সভাপতিত্বে সভা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা থানারঅফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গায়েণ,

উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়াইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মস্তফা খান । এছাড়া উপজেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় সভায় নির্বাচিতদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সকলের পক্ষ থেকে।