• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানানই ভুল!

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২১, ১৩:৫২ অপরাহ্ণ
খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানানই ভুল!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল; একের পর এক ভুল করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শুক্রবার) শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। টেস্টের প্রথম দিনে অদ্ভুত এক ভুল করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড় তালিকার এক জায়গায় ‘বাংলাদেশ’ লেখার বানানই ভুল করেছে তারা।

ওই তালিকায় স্বাক্ষর ছিলো অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের। ‍

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

এদিকে আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে। প্রতিদিনের খেলা সকাল ১০টা থেকেই শুরু হবে। কিন্তু টিকিটের গায়ে লেখা ম্যাচ শুরু রাত ১০টায়! বিসিবির উদাসীনতায় এমন অদ্ভুত ভুলের জন্ম।