• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খেত থেকে রসুন তোলায় শিশুকে হাত পা বেঁধে নির্যাতন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১৪:৫৫ অপরাহ্ণ
খেত থেকে রসুন তোলায় শিশুকে হাত পা বেঁধে নির্যাতন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ভোলার চরফ্যাশনে খেত থেকে রসুন তোলার অভিযোগে জেমস (১০) নামের এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে। উপজেলার ওমরপুর ইউনিয়নে কালিয়াকন্দি গ্রামে শনিবার দুপুরে ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খেতের মালিক নির্যাতনকারী নজরুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

জেমসের নানি জানান, খবর পেয়ে নাতিকে বাঁচাতে ছুটে এলেও নজরুল আমাকেও এলোপাতাড়ি লাথি মারতে থাকে। এরপর আমার দেবরদের ডেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত নজরুলকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ সাখাওত হোসেন বলেন অভিযোগ পেয়ে আমি এসআই সাহিনকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।