• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতা কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১৮, ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতা কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল বিভাগীয় ছাত্রদলের নেতৃবৃন্দদের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরিশাল নগরের একটি রেস্তোরাঁয় বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্র দলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজুল আলম মিঠু, ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জ্বল, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফজলুল মালেক সজীব, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রেজা শরীফ, এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, জেলার সাধারণ সম্পাদক কামরুল আহসান,, গিয়াস সর্দার দিপু, বদিউজ্জামান শেখ রুবেল, মোঃ আল আমিন, আল হেলাল নয়ন, নুরুল ইসলাম রনি, হাসান আল হাসিব, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইমরান । উক্ত ইফতার ও দোয়া মোনাজাত সকলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতা কামনা করেন।