বরিশাল বি.এম কলেজের বহিরাগত ছিচকে মস্তান কে এই শিপন? খোঁজ নিয়ে জানা যায় লুৎফর রহমান সড়কের ভাড়াটিয়া বাদশাহ হাং এর ছেলে শিপন যার পেশাই চুরী, ছিনতাই, মাদক ব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যা তার নখদর্পনের বাইরে। এই কর্মকান্ডে শুধু শিপনই নয় জড়িত থাকে তার সহোদর সজিবও। ছিনতাই মামলায় একাধিকবার জেলও খেটেছে। বর্তমান সময়ে বি.এম কলেজ ডিগ্রি হোষ্টেলের সাধারণ ছাত্রদের জিম্মি করে চালাচ্ছেন ইয়াবা ব্যবসা। স্কুলের গন্ডি না পেরোলেও নিজেকে বি.এম কলেজের ছাত্র দাবি করতে স্বাচ্ছন্দ বোধ করে এই শিপন। বি.এম কলেজে প্রবেশ নিয়ে শিক্ষার্থীদের সাথে কয়েক দফার মারপিট হলেও অদৃশ্য ক্ষমতায় ক্যাম্পাসে প্রবেশ অব্যহত রেখেছেন। এর থেকে পরিত্রান চায় শিক্ষার্থীরা। শিপনের বিষয়ে বি.এম কলেজ অধ্যক্ষ জানান, “ব্যাপারটি আমি শুনেছি শিঘ্রই ব্যবস্থা নেব।”