• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক বরিশঅল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের ভাই মোঃ লাল মিয়ার দাফন সম্পূর্ণ।

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৪, ১৬:২০ অপরাহ্ণ
কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক বরিশঅল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের ভাই মোঃ লাল মিয়ার দাফন সম্পূর্ণ।

শামীম আহমেদ ॥ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের মেজ ভাই সাবেক বরিশাল পৌর কমিশনার,বিশিষ্ট ব্যবসায়ি,শিক্ষানুরাগি ও প্রখাত শ্রমিক নেতা সাবেক জাতীয় পার্টি শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লাল মিয়ার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

আজ বুধবার (৩১) জানুয়ারি জোহর বাদ নগরীর বাজার রোডস্থ খাজা মাঈনুদ্দিন মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন মরহুমের সেজ ভাই কেন্দ্রীয় বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতউল্লাহ,বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু,বরিশাল জুয়েলারি সমিতির সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব নুরুল আমিন,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ আনিসুর রহমান, বরিশঅল জেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদার,বরিশাল মহানগর জাতীয়পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জাপা নেতা রফিকুল ইসলাম গফুর, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, সাংবাদিক নুরুল আলম ফরিদ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন সদস্য নেতৃবৃন্দ সহ বিসিসি বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ওস্থানীয় এলাকাবাশি।

মরহুম মোঃ লাল মিয়ার জানাযার নামাজ আদায় করেন চকবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মির্যা নুরুর রহমান বেগ। এখানে আরো উপস্থিত ছিলেন খাজা মাঈনুদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হালিম। পরে আমানতগঞ্জস্থ বড়বাড়ি সংলগ্ম নিজস্ব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর পূর্বে বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল সহ জাতীয়পার্টির নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা জানান।

উলেখ্যঃ দীর্ঘদিন নিজ বাসভবনে বাধ্যক্য রোগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় শেষ নিশ্বাষ ত্যাগ করেন।