• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজের ২ ঘণ্টা পরে মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৮) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় ফটোগ্রাফার, ফায়ার সার্ভিস, নৌ পুলিশের সমন্বয়ে তাকে উদ্ধার কাজ চালায়।

পরে বেলা ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় ফটোগ্রাফাররা নিখোঁজের মরদেহ করতে সক্ষম হয়।

পারভেজ মাগুরা জেলার আঠারখাদা এলাকার মো. আলাউল ইসলামের ছেলে। তিনি খুলনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মঙ্গলবার কুয়াকাটায় বেড়াতে আসেন।

তার শিক্ষক সেলিম রেজা জানান, সকালে আমরা বিচে গোসলে নামি এরপরে আলাদা আলাদা থাকি, তারা চারজন গোসলে নামে। কিন্তু কিচ্ছুক্ষণ পরে হঠাৎ সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যায় পারভেজ। আমরা সারাক্ষণ খোঁজাখুঁজি করছি। তবে দুই ঘণ্টা পরে তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি তার পরিবারকে জানানো হয়েছে।

স্থানীয় ফটোগ্রাফার রুবেল জানায়, আমরা সৈকতের ছবি তুলতে ছিলাম এমতাবস্থায় দুজন লোককে হাত নারতে দেখি। দেখি তারা ঢেউয়ের তোরে তলিয়ে যাচ্ছে। দ্রুত আমরা লাফিয়ে নেমে একজনকে উদ্ধার করতে পারলেও আর একজন তলিয়ে যায়। এরপরে দুই ঘণ্টা পর আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় পাই।

পটুয়াখালী ফায়ারসার্ভিসের ডুবুরি টিম লিডার মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত কুয়াকাটা সৈকতে চলে আসি। আসার পরে স্থানীয় ফটোগ্রাফারদের সহযোগিতা নিয়ে সমুদ্রে নেমে কিচ্ছুক্ষণ পর আমরা তাকে মাটির সঙ্গে গড়াগড়ি করতে দেখে উদ্ধার করি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কুয়াকাটাতে বেড়াতে আসার পর্যটকরা সাধারণত সমুদ্র সৈকতের গোসল করে থাকেন।

গোসলে নেমে দুর্ঘটনা কবলে পড়ে মাগুরা থেকে বেড়াতে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ওই পর্যটককে খোঁজাখুঁজি করতে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় ফটোগ্রাফার, ওয়াটার বাইক ড্রাইভার ও নৌ পুলিশের সমন্বয়ে আমরা খোঁজাখুঁজি করে প্রায় ২ ঘণ্টা পরে তাকে পেয়েছি। পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে। পরে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।