• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটা সমুদ্র সৈকতে এনএসএস এর পরিচ্ছনতা কার্যক্রম পরিচালিত

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪, ১৬:৩৪ অপরাহ্ণ
কুয়াকাটা সমুদ্র সৈকতে এনএসএস এর পরিচ্ছনতা কার্যক্রম পরিচালিত

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে শতাধিক তরুন ও তরুনীরা শনিবার সকাল ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এডুকোর কারিগড়ি সহযোগিতায় এনএসএস(নজরুল স্মৃতি সংসদ) এমপাওয়ার প্রকল্পের আওতায় তরুনদের সংগঠিত করে এ কর্মসূচীর আয়োজন করে।

কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার শ্লোগান নিয়ে শতাধিক তরুন-তরুনী নিজস্ব ব্যবস্থাপনায় শনিবার সকাল ১১ টায় দিনব্যাপী এক পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশ সুপার মো. হাসনাইন।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব, সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সাংবাদিক জাকির হোসেন, এনএসএসএর হাসানুল বাননা ও মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীও এনএসএস এর কর্মকর্তা বৃন্দ।

সৈকতে বেড়াতে আসা মানুষকে সচেতন করার জন্য অন্য কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, সমুদ্র সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতিয় ময়লা-আবর্জনা পরিস্কার করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য এনএসএস সংগঠিত ৬শ’ তরুন তরুনীরা কাজ করছে।

তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, প্লাস্টিক-পলিথিন ব্যবহারের মাত্রা কমিয়ে আনা, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার, ডেঙ্গুর প্রকোপ রোধসহ নানামুখী সামাজিক ইস্যুতে কাজ করার পাশাপাশি নতুন বছরের কর্মপরিকল্পনাও তৈরী করছে।