কলাপাড়া প্রতিনিধি।।জীবিকায়ন ও বিকল্প পেশায় পুনর্বাসনের লক্ষ্যে কুয়াকাটায় দরিদ্র জেলে পরিবারের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও খোপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে পৌরসভার হুইচ্যানপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ১৫টি পরিবারকে উন্নত জাতের ১০টি হাঁস, ১০টি মুরগির বাচ্চা ও একটি করে খোপ প্রদান করা হয়।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সাহস ও মনোবল নিয়ে বিকল্প পেশায় টিকে থাকতে হবে।”
উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহায়তায় ১৩৬ দরিদ্র পরিবারকে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে। এর আগে এসব পরিবারকে হাঁস-মুরগি, গরু-ছাগল পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।