• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় সাগরে ডুবে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলো দুই ফটোগ্রাফার

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ১৮:১৯ অপরাহ্ণ
কুয়াকাটায় সাগরে ডুবে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলো দুই ফটোগ্রাফার

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যাচ্ছিলেন সোহেল রানা (৪৫) নামের এক পর্যটক। সোমবার (৭ জুলাই) বিকেলে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা মদ্যপ অবস্থায় সৈকতে গোসলে নামেন। কিছু সময়ের মধ্যেই তিনি স্রোতের টানে ভেসে যেতে থাকেন। এ সময় সৈকতে দায়িত্ব পালনরত দুইজন স্থানীয় ফটোগ্রাফার দ্রুত পানিতে নেমে তাঁকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় তাঁকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়ার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

কুয়াকাটা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ হোসেন বলেন, “বিকেলে এক পর্যটককে আনা হয়, যিনি অতিরিক্ত মদ্যপানে অসুস্থ ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়ায় পাঠানো হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “মদ্যপ অবস্থায় এক পর্যটককে সাগর থেকে উদ্ধার করা হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পরিচয়পত্র অনুযায়ী সোহেল রানা গাইবান্ধা জেলার বাসিন্দা।