বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ কুয়াকাটার আলীপুরে হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীর দু‘হাত ও পায়ের রগ কেটে দেয়া সন্ত্রাসী ও এর সাথে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে আলীপুর-কুয়াকাটা মহাসড়কে আলীপুর বন্দর ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা: সিদ্দিকুর রহমান বিশ্বাস ও আহত হালিম হাওলাদারের চাচা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো: আ: রহিম।
সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে বাজারের মধ্যে নির্মমভাবে যারা ব্যবসায়ী হালিম হাওলাদারের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দাতাসহ এখনো যারা গ্রেফতার হয়নি তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এবিষয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীর দু‘হাত ও পায়ের রগ কেটে দিয়েছে শাহিন ও তার সন্ত্রাসীরা। আহত হালিমের ভাই মো: মস্তফা হাওলাদার ২১ সেপ্টেম্বর ছয়জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মহিপুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলম খান বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে ছয় আসামির মধ্যে শাহিন, রিয়াজ ও রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।