• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৯, ২০২৪, ১৮:৫৩ অপরাহ্ণ
কুয়াকাটায় পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের কারণে শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৯ মার্চ) সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল আদায় করা ওই উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের মালিক মো. রফিকুল হাসানকে জরিমানা করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তার সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও শেখ জামাল সেতুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা। কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার ভাড়া আদায় করছে। এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।