• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ বরফ কল মালিককে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৮, ২০২৪, ১৫:০৪ অপরাহ্ণ
কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ বরফ কল মালিককে জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু রেখে বরফ উৎপাদনের অপরাধে তিনটি বরফ কলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টার দিকে একে আইস প্লান্ট, ভাই ভাই আইস প্লান্ট ও জমজম আইচ প্লান্ট-এর মালিক যথাক্রমে মো: আনোয়ার খান, মো: কবির হোসেন ও মো: বেল্লাল হোসেন কাজী প্রত্যেককে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: দেলোয়ার হোসেন বলেন, ‘চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে থাকবে।