• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় নসিমন চাপায় গৃহবধূ নিহত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ১৭:৩৯ অপরাহ্ণ
কুয়াকাটায় নসিমন চাপায় গৃহবধূ নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কুয়াকাটায় নসিমনচাপায় মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিনারা বেগম ওই এলাকার ছগির হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে বাড়ির পাশের পুকুর ঘাটে বসে থালাবাসন পরিষ্কার করছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে আসা একটি নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।