• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় ডেসটিনির গাছ বিক্রি করে দিচ্ছে কারা?

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৯, ২০২৪, ১৯:০৫ অপরাহ্ণ
কুয়াকাটায় ডেসটিনির গাছ বিক্রি করে দিচ্ছে কারা?

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ডেসটিনি ট্রি জমিতে গ্রাহকদের বিনিয়োগকৃত ট্রি প্লান্টেশন প্রকল্পের গাছ অবৈধভাবে বিক্রয় করার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে সরজমিনে দেখা যায়, ডেসটিনি ট্রি-প্লান্টেশনে বাগানের গাছ কেটে নেওয়ার দৃশ্য । বিষয়টি মামুন নামে এক ব্যক্তি স্বীকারও করেছেন।

তিনি বলেন, আমি ডেসটিনি কোম্পানি থেকে গাছ কিনেছি। আমার কাছে গাছ কেনার কাগজ আছে। আদালতের আদেশও রয়েছে।

ডেসটিনি’র একটি টিম এসে তাকে কাউয়ার চর প্রকল্পের গাছ বুঝিয়ে দিয়েছেন। তবে যারা এসেছিল তাদের নাম বলতে পারেন নি তিনি।

এছাড়া, সাগরে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের তান্ডবে সৈকতের পাড় ভাঙ্গার কারণে অনেক গাছ নুইয়ে পড়ে আছে। এই গাছগুলোর অধিকাংশ কেটে নেয়া হয়েছে। বাগানটি যেমন আকারে ছোট হয়ে আসছে, তেমনি গাছের সংখ্যাও অনেক কম দেখা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় রাতে গাছ কেটে ট্রলি বোঝাই করে নিয়ে যাওয়া হয়। কারা নিয়ে যায় তা তারা বলতে পারছি না।