• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় অসুস্থ হরিয়াল উদ্ধার করে চিকিৎসায় পাঠালো ট্যুরিস্ট পুলিশ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪, ১৫:৩১ অপরাহ্ণ
কুয়াকাটায় অসুস্থ হরিয়াল উদ্ধার করে চিকিৎসায় পাঠালো ট্যুরিস্ট পুলিশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কুয়াকাটায় একটি অসুস্থ হরিয়াল পাখি উদ্ধার করেছেন ট্যুরিস্ট পুলিশের এক সদস্য। পরে চিকিৎসার জন্য তিনি পাখিটি অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে পাখিটি কুয়াকাটা সৈকতের হোটেল সি-কুইনের সামনে থেকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের এএসআই শেরজাহান।

এ বিষয়ে শেরজাহান জানান, সকালে ওই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম। পাখিটি অসুস্থ মনে হলে সেটি উদ্ধার করি। পরে অ্যানিমেল লাভার্স দলের সদস্যদের কাছে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য শাওন মোল্লা জানান, এ পাখি দেখতে অনেকটা কবুতরের মতো। এরা বট গাছের ফল খেতে বেশি পছন্দ করে। পাখিগুলো হারিয়ে যেতে বসেছে।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর টিম লিডার কেএম বাচ্চু জানান, আমাদের ধারণা থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারণে পাখিটি অসুস্থ হয়েছে। ওই পুলিশ সদস্যের কাছে খবর পেয়ে দ্রুত পাখিটি উদ্ধার করে চিকিৎসা দিচ্ছি। পরে বনবিভাগের সঙ্গে কথা বলে অবমুক্ত করা হবে।