• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৯:১৬ অপরাহ্ণ
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তানজিল জামান জয়, কলাপাড়া ॥ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ট্যুরিষ্ট পুলিশ বক্সের সামনে থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.কৌশিক আহমেদ সহ বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। আগামী দুই দিন এ অভিযান চলবে বলে জানায় উপজেলা প্রশাসন।

এর আগে অবৈধ দখলদারদের বীজ ম্যানেজমেন্ট কমিটির নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য গত ৩ দিন ধরে মাইকিং করে পাউবো কর্তৃপক্ষ। যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।