• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে শুরু হলো একুশের বইমেলা -২০২৪ জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে লিটল ফ্রি লাইব্রেরি

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৪, ২১:১০ অপরাহ্ণ
কুড়িগ্রামে শুরু হলো একুশের বইমেলা -২০২৪ জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে লিটল ফ্রি লাইব্রেরি
এম এম আল মামুন : কুড়িগ্রাম জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যেএকুশের বইমেলা -২০২৪ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মন্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক জনাব সফি খান।
একুশের বইমেলায় বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি  বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সাহিত্য সংগঠন তাদের স্টলে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু,  মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সহ বিভিন্ন বই প্রদর্শন করেন।
উক্ত বইমেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্ভাবনী প্রয়াস “লিটল ফ্রি লাইব্রেরি” যাতে রয়েছে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু,  মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সহ বিভিন্ন বই।