• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে এ বছরে ৪৮৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪, ২০:০৬ অপরাহ্ণ
কুড়িগ্রামে এ বছরে ৪৮৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

এম এম আল মামুন, কুড়িগ্রাম॥ দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। ‍বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া শেষ, চলছে রঙের কাজ।

এ বছর শারদীয় দূর্গাপূজা উৎসবকে ঘিরে তোড়জোড়ের শেষ নেই প্রতিমা ও আলোকসজ্জা শিল্পী, ডেকোরেটরসহ সংশ্লিষ্টদের মধ্যে। কুড়িগ্রামের দূর্গা মণ্ডপগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন হতে শুরু করেছে।

প্রতিমা তৈরির পর রঙের আঁচড় দেয়ার কাজ চলছে। প্রায় মাস খানেক সময় ধরে প্রতিমা মালাকরদের নিপুণ হাতে রং তুলির আঁচড়ে দেবী দুর্গার সর্বোচ্চ সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

একইভাবে ব্যস্ত ডেকোরেটরসহ আলোকসজ্জা শিল্পীরাও। সবমিলিয়ে কুড়িগ্রামে দূর্গাপূজা মণ্ডপগুলোতে এখন চলছে রং তুলির আঁচড়ে শেষ মূহূর্তের প্রস্তুতি।

এবার পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসন।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এ বছর জেলার নয় উপজেলা ও তিনটি পৌরসভায় ৪৮৩ পুজামন্ডপের মধ্যে কুড়িগ্রাম সদরে ৭৩টি,নাগেশ্বরীতে ৭৮টি, ফুলবাড়ীতে ৬৯টি, ভূরুঙ্গামারী উপজেলায় ২০টি ,উলিপুরে ৯৭টি, চিলমারীতে ২২টি, রৌমারীতে ৭টি এবং চর রাজিবপুর উপজেলায় ১টি, তবে জেলার সবচেয়ে রাজারহাট উপজেলায় সর্বাধিক ১১৬টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব পালন করবেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে কমিউনিটি পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া থাকবে প্রশাসনিক বিশেষ নজরদারিও।

২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করার লক্ষে কুড়িগ্রাম জেলা সদর সহ সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস বলেন আমরা প্রশাসনের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছি গত বছরের করে তুলনায় আমাদের ৫০ টা পূজা মন্ডপ কম আমরা অস্থায়ী যেসব পূজা মন্ডপ ছিল সেগুলা কমিয়ে দিয়েছি।

কুড়িগ্রাম পুলিশ সুপার, মোঃ মাহফুজুর রহমান বলেন আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মিটিং করছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব শান্তি শৃঙ্খলা রক্ষার।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে এ জেলার প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

পঞ্জিকা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী,১০ অক্টোবর মহাসপ্তমী ও ১১ অক্টোবর মহাষ্টমী পালিত হবে। মহানবমী পালিত হবে ১২ অক্টোবর এবং ১৩ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাৎসবের সকল আনুষ্ঠানিকতা।