• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১৪:১৯ অপরাহ্ণ
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥  চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে মো. শাহ আলম নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী।

শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির (বুড়িবাড়ির) মৃত আইউব আলীর ছেলে।

স্থানীয় রূপসা উত্তর ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোচালক শাহ আলমসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শাহ আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদগঞ্জ থানার এএসআই ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।